Sunday, June 30, 2013

মানসিক রোগ ও তার প্রতিকার

১। সমস্যা:
রোগি কোনো প্রতিবাদ সহ্য করতে পারে না,
একটুতেই ক্রদ্ধ হয়, রোগি সামান্য কারনে অন্যকে দোষী বিবেচনা করে।

সমাধান: ককুলাস  ইন্ডিকা ৩০। রাতে

Friday, June 28, 2013

হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে মানসিক রোগ ভাল হয়।

মানসিক রোগ কি?
মন সংক্রান্ত যাবতীয় রোগকে বলে মানসিক রোগ। যে সকল ব্যক্তি মানসিক রোগের শিকার হন তাঁদের মধ্যে নানা রকমের লক্ষণ প্রকাশিত হয়। যেমন- রোগী সবর্দা বিমর্ষ হয়ে থাকে; লেখার সময় শব্দ বা অক্ষর ভুল করে; কথা বলতে বলতে কথা হারিয়ে ফেলে অর্থাকি কথা বলছিল তা ভুলে যায়; বিড় বিড় করে কি সব বকে তার কিছুমাত্র বোঝা যায় না; কাট-কয়লা প্রভৃতি অখাদ্য খেতে চায়; নিজের লিঙ্গ নিয়ে নাড়াচাড়া করে; অশ্লীন কথাবার্তা বলে; উগ্রভাব প্রদর্শন করে প্রভৃতি।



মানসিক রোগের চিকিৎসা
১।
সমস্যঃ রোগির কোনো প্রকার বেদনা-যন্ত্রনা নেই, অথচ সে ছটফট করে।
সমাধানঃ আর্সেনিক ৬ বা ৩০। প্রত্যহ প্রাতে সেব্য।


২।
সমস্যা: রোগি মনে মনে কাঁদে
সমাধান: ইগ্নেশিয়া ৬ বা ৩০। প্রত্যহ প্রাতে সেব্য।